পাথারকান্দিতে এবিভিপির টাইপিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইচাবিল শাখার পক্ষ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে টাইপিং প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পড়ে। উৎসাহের সঙ্গে মোট ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্রছাত্রীদের অভিভাবকরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের এরকম বিশাল প্রতিযোগিতা আয়োজন করার জন্য অভিনন্দন জানান।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ইচাবিল নেকা কম্পিউটার এডুকেশন সেন্টারে। প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন সেন্টারের ইনচার্জ দীপক বর্দ্ধন তথা সেন্টার ইনস্ট্রাক্টর রবিন সিংহ ও কটামণি শাখার ইনস্টাক্টর অংকিতা সিংহ। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ইচাবিল শাখার সদস্য ও শিবেরগুল শাখার সদস্যরা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি দীপক বৰ্দ্ধন, সম্পাদক বিনয় দেবনাথ প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষকদের মধ্যে যথাক্রমে অজয় সূত্রধর, জন্মজিত দাস, দেবজ্যোতি নাগ, সমাজসেবী মৃগাঙ্কমৌলি নাথ, এবিভিপি শিবেরগুল শাখা সহ- সভাপতি প্রদীপ দেবনাথ, এবিভিপি শিবেরগুল শাখার সভাপতি সুজয় পাল, মিডিয়া কনভেনর কপিল পাল এবং সঙ্গে উপস্থিত ছিলেন এবিভিপি শিবেরগুল শাখার সদস্যবৃন্দ।

পাথারকান্দিতে এবিভিপির টাইপিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

এছাড়া এবিভিপির নতুন সদস্য পদ নথিভুক্ত করানো হয়। রবিবার আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে রাজ পাল, নেকা কটামণি সেন্টারের শিক্ষার্থী, দ্বিতীয় স্থান লাভ করে জিদানুর রহমান, নেকা ইচাবিল সেন্টারের শিক্ষার্থী, তৃতীয়স্থান লাভ করে পিংকি রবিদাস, নেকা ইচাবিল সেন্টারের শিক্ষার্থী।

পাথারকান্দিতে এবিভিপির টাইপিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
পাথারকান্দিতে এবিভিপির টাইপিং প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

Author

Spread the News