১০ সেপ্টেম্বর থেকে পাথারকান্দিতে শুরু হচ্ছে ফুটবল আসর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : আগামী ১০ সেপ্টেম্বর থেকে পাথারকান্দিতে শুরু হচ্ছে ৩২ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। পাথারকান্দি স্পোর্টস কমিটি আয়োজিত সুখময় সিংহ ও কৃষ্ণমোহন সিনহা মেমোরিয়্যাল ফুটবল শুরু হচ্ছে স্থানীয় মুণ্ডমালা খেলার মাঠে। দ্বিতীয় বারের মত আকর্ষণীয় এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে বৃহত্তর এলাকার ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্পোর্টস কমিটির কার্যকর্তারা এই ফুটবল আসর নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ প্রসঙ্গে পাথারকান্দি স্পোর্টস কমিটির পক্ষে বিশ্বজিৎ সিংহ জানান যে, বৃহত্তর এলাকার প্রতিভাবান খেলোয়াড় গড়তে গত বছর থেকে এই নকআউট ফুটবল শুরু হয়েছে। এবার ৩২ দলীয় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে চ্যাম্পিয়ন দল পাবে নগদ পঞ্চাশ হাজার ও রানার্স দল পাবে পঁচিশ হাজার টাকা। এছাড়া ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার সহ আরও বেশকিছু আকর্ষণীয় পুরস্কার রয়েছে বলে বিশ্বজিৎবাবু জানান। এতে ইচ্ছুক প্রতিযোগী দলদেরকে অবিলম্বে পাথারকান্দি স্পোর্টস কমিটির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আয়োজক স্পোর্টস কমিটির প্রত্যেক সদস্যই গতবছরে গত টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে অবাঞ্চিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, খেলার মাঠে এধরণের আচরণের জন্য তারা গতবছরের রানার্স দলকে আগামী তিনবছরের জন্য এই টুর্নামেন্ট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ খেলোয়াড় সঞ্জয় ভট্টচার্য, সুব্রত পুরকায়স্থ, আব্দুল মুমিন, বাহার উদ্দিন, সেবক সিনহা, কানু সিনহা প্রমুখ।

১০ সেপ্টেম্বর থেকে পাথারকান্দিতে শুরু হচ্ছে ফুটবল আসর
১০ সেপ্টেম্বর থেকে পাথারকান্দিতে শুরু হচ্ছে ফুটবল আসর

Author

Spread the News