নুনমাটি এলাকায় একাধিক অনঅসমিয়ার ঘর ভাঙচুর, একটি ঘরে আগুন দুর্বৃত্তদের

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : গুয়াহাটির নুনমাটি এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটল। এক দুর্বৃত্তের দল একটি অনঅসমিয়া পরিবারের বাসভবনে ঢুকে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্রের মতে, দুর্বৃত্তদের দলটি এলাকার অনঅসামিয় বাসিন্দাদের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস করেছে বলে জানা গেছে। তবে নুনমাটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সূত্র জানায়, এলাকার বিহারি সম্প্রদায়ের বাসিন্দারা জানিয়েছেন যে মঙ্গলদৈয়ের কুরুওয়া থেকে শতাধিক ব্যক্তি নদী পার হয়ে একাধিক বাড়ি ভেঙে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

নুনমাটি এলাকায় একাধিক অনঅসমিয়ার ঘর ভাঙচুর, একটি ঘরে আগুন দুর্বৃত্তদের
নুনমাটি এলাকায় একাধিক অনঅসমিয়ার ঘর ভাঙচুর, একটি ঘরে আগুন দুর্বৃত্তদের

Author

Spread the News