সোনাইয়ে ফাইনালে ধনিপুর সমাজ কল্যাণ

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি এবং নিজাম উদ্দিন স্মৃতি প্রাইজমানি ফুটবলে ফাইনালে ধনিপুরের মুখোমুখি হচ্ছে ধনিপুরই। শুক্রবার সোনাইয়ের নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে চান্দপুর রাইজিং রে ফাউন্ডেশনকে হারিয়ে ফাইনালে পৌঁছল ধনিপুর সমাজ কল্যাণ পরিষদ। ধনিপুর ২-১ গোলে জয়লাভ করে। খেলার পাঁচ মিনিটে ধনিপুরের হয়ে গোল করেন রানকুম মার। এরপরই খেলা বেশ জমে উঠে।  ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলের লড়াই শুরু হয়। একে অপরের তিন কাঠি লক্ষ্য করে আক্রমণ করলেও ৪৩ মিনিট পর্যন্ত কোন দলই আর স্কোর করতে পারেনি। ৪৪ মিনিটে আরকে সেনার আত্মঘাতী গোলে ধনিপুরের গোলের সংখ্যা বেড়ে দুই হয়। খেলা সমতায় ফেরাতে  মরিয়া হয়ে উঠে চান্দপুর। তবে ব্যর্থ হয়। ৫৫ মিনিটে আরকে সেনা পেনাল্টি গোল করে ব্যবধান কমিয়ে দেন।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানকুম মার। তাঁর হাতে মনির উদ্দিন লস্কর স্মৃতি পুরস্কার তুলে দেন অতিথি অধ্যাপক সাজান আহমেদ লস্কর। এ দিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, নসরুল আলম লস্কর, টিটু লস্কর ও জাফর বড়ভূইয়া।

আগামী ২৫ আগস্ট রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ধনিপুর এফসি ও ধনিপুর সমাজ কল্যাণ পরিষদ।

সোনাইয়ে ফাইনালে ধনিপুর সমাজ কল্যাণ
সোনাইয়ে ফাইনালে ধনিপুর সমাজ কল্যাণ
সোনাইয়ে ফাইনালে ধনিপুর সমাজ কল্যাণ

Author

Spread the News