রাস্তার ঝগড়া থেকে মর্মান্তিক পরিণতি, গাড়ি দিয়ে পিষে দিল বাইক চালককে

২৩ আগস্ট : রাস্তার ঝগড়া থেকে যে এমন মর্মান্তিক পরিণতি হতে পারে তা ভাবতেই পারছেন না কেউ। সামান্য ঝামেলা থেকে যে গাড়িচালক চাপা দিয়ে চলে যাবেন তা কিছুতেই কল্পনা করতে পারছেন না স্থানীয়রা। বুধবার বেঙ্গালুরুর বিদ্যানারায়ণপুরা এলাকার এই ঘটনায় স্তম্ভিত সকলেই। পুলিশ সূত্রে খবর, নিহত ওই বাইক চালক একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগে, তা থেকে বিবাদ গড়ায়।

এরপরেই দুই চালকের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। বাইক চালক বাইক নিয়ে চলে যাওয়ার পরেই তাঁকে গাড়ি নিয়ে ধাওয়া করেন ওই গাড়িচালক। এরপরেই বাইকচালককে ধাক্কা মেরে তাঁকে পিষে দিয়েই গাড়ি নিয়ে চলে যান চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের।

মৃত বাইক চালকের নাম মহেশ, ওই বাইকে আরও তিন সওয়ারি ছিলেন। গাড়িতেও দুজন ছিলেন। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে শহরের সিরাজপুর এলাকায় মদ্যপ বাইকারের ভিডিও ভাইরাল হওয়াতে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবাদে মুখর হয়েছে এলাকার মানুষ।

রাস্তার ঝগড়া থেকে মর্মান্তিক পরিণতি, গাড়ি দিয়ে পিষে দিল বাইক চালককে
রাস্তার ঝগড়া থেকে মর্মান্তিক পরিণতি, গাড়ি দিয়ে পিষে দিল বাইক চালককে

Author

Spread the News