ধলাই উপনির্বাচনে টিকিট চেয়ে আবেদনপত্র প্রদান কংগ্রেসের অনুপ রায়ের

ধলাই উপনির্বাচনে টিকিট চেয়ে আবেদনপত্র প্রদান কংগ্রেসের অনুপ রায়ের

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়ছে। বিশেষ করে শাসকদল বিজেপি এবং বিরোধীদল কংগ্রেসের তৎপরতা তুঙ্গে উঠেছে। বিজেপির প্রার্থীত্বের জন্য অনেকেই ময়দানে রয়েছেন তবে শেষ পর্যন্ত দল কাকে মনোনয়ন দেবে তাহ এখনও পরিস্কার হয়নি। অনুরূপভাবে পিছিয়ে নেই কংগ্রেস দলও। কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী হিসাবে তিনজনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন যথাক্রমে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস এবং অনুপ রায়।

ধলাই উপনির্বাচনে টিকিট চেয়ে আবেদনপত্র প্রদান কংগ্রেসের অনুপ রায়ের

এদিকে, শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জিপির বাসিন্দা যুবনেতা অনুপ রায়। জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল গুয়াহাটিতে থাকায় জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রশাসন ইফতিকার আলম জুয়েলের হাতে আবেদনপত্র তুলে দেন অনুপ রায়। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাবেদ আখতার লস্কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি রনজিৎ দেবনাথ। এছাড়াও অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি যথাক্রমে অরুণ দত্ত মজুমদার, শরিফুজ্জামান লস্কর, জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিত দেবনাথ, সেবাদল চেয়ারম্যান আব্দুল রেজাক, মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনছার হোসেন বড়লস্করের হাতে পৃথক পৃথকভাবে আবেদনপত্র তুলে দেন অনুপ রায়।

Author

Spread the News