হাইলাকান্দিতে ১৩টি গ্রাম বন্যার কবলে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২২  আগস্ট : কাটাখাল ও ধলেশ্বরী নদীর জলস্ফীতির ফলে হাইলাকান্দি জেলার লালা ও হাইলাকান্দি রাজস্ব চক্রের ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে জেলার ৪৭৪ জন লোক চলতি দফার বন্যার কবলে পড়েছেন। এখন পর্যন্ত জেলার ৭০ হেক্টর জমির ফসল বন্যার প্লাবনের আওতায় পড়েছে। মরসুমের তৃতীয় দফার এই বন্যায় এখন পর্যন্ত ৬ হাজার ১৩৪টি গবাদি পশু বন্যার জলে আক্রান্ত হয়েছেন।

হাইলাকান্দিতে ১৩টি গ্রাম বন্যার কবলে
হাইলাকান্দিতে ১৩টি গ্রাম বন্যার কবলে

Author

Spread the News