গর্ত ভরাটের কাজে বাধা রংপুরে, বেহাল দৃশ্য মুখ্যমন্ত্রী স্বচক্ষে দেখেন এমনটাই দাবি

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : মুখ্যমন্ত্রী আসার আগে শহরের রাস্তাগুলো যাতায়াতের উপযোগী করে তুলতে চলছে যুদ্ধকালীন তৎপরতায় গর্ত ভরাটের কাজ। বুধবার একই ভাবে পূর্ত বিভাগের কর্মীরা রংপুর ভিআইপি সড়কে মেরামতির কাজ শুরু করেন। সেসময় স্থানীয় কিছু যুবক কাজে বাধা প্রদান করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন থেকে যাতায়াতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। আর মুখ্যমন্ত্রীর সফর শোনে বিভাগীয় কর্মীরা কাজে হাত লাগান। তা হবে না বলে বাধা দেন। খবর পেয়ে রংপুর পুলিশ পৌঁছে যুবকদের তাড়িয়ে দেয়। পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ।

স্থানীয় যুবকদের বক্তব্য বেহাল রাস্তার দরুন প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোন কাজ হয়নি। মুখ্যমন্ত্রী সড়কের বেহাল দৃশ্য স্বচক্ষে দেখতে পান তাই তারা কাজে বাধা দিয়েছেন।

উল্লেখ্য, তিনদিনের কর্মসূচি নিয়ে
বৃহস্পতিবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগে মুহূর্তে তড়িঘড়ি শহরের বেহাল সড়কগুলো মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ। যাতে মুখ্যমন্ত্রীর যাতায়াতে কোন অসুবিধা না হয়।

গর্ত ভরাটের কাজে বাধা রংপুরে, বেহাল দৃশ্য মুখ্যমন্ত্রী স্বচক্ষে দেখেন এমনটাই দাবি
গর্ত ভরাটের কাজে বাধা রংপুরে, বেহাল দৃশ্য মুখ্যমন্ত্রী স্বচক্ষে দেখেন এমনটাই দাবি

Author

Spread the News