বৃহস্পতিবার তিনদিনের সূচি নিয়ে বরাক সফরে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২১ আগাস্ট : আগামীকাল বৃহস্পতিবার তিনদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে এসে দুপুর ১টা ৪৫ মিনিটে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর মুখ্যমন্ত্রী লক্ষীপুর মহকুমার শিলঘাটে গিয়ে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন ২টা ৩০ মিনিটে। এরপর বিকেল ৪টায় ধলাইর বড়জালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের শিলান্যাস করে সেখানে জনসভায়ও বক্তব্য রাখবেন। বড়জালেঙ্গা থেকে শিলচরে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে যাবেন কাছাড় ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে। এরপর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিজেপি কার্যালয়ে গিয়ে যোগ দেবেন দলীয় কার্যসূচিতে। বিজেপি কার্যালয়ের পর রাত ৭টা ৩৫ মিনিটে যাবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে। রাত ৮টায় সেখান থেকে বেরিয়ে পুলিশ গেস্ট হাউসে গিয়ে নৈশ যাপন করবেন।

পরদিন শুক্রবার সকাল ৯টায় তিনি শিলচর থেকে রওনা হয়ে যাবেন হাইলাকান্দিতে। সেখানে ১০টা থেকে ১১টা পর্যন্ত রবীন্দ্রভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আবর্ত ভবনে গিয়ে অবস্থান করবেন দুপুর ১২টা পর্যন্ত। এরপর রওনা হবেন করিমগঞ্জের উদ্দেশে। করিমগঞ্জে পৌঁছে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সে জেলার দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আবর্ত ভবনে গিয়ে অবস্থান করবেন বিকেল ৪টা পর্যন্ত। করিমগঞ্জ থেকে শিলচরে ফিরে ওইদিনও রাত কাটাবেন পুলিশ গেস্ট হাউসে।

তৃতীয় দিন শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে পরিদর্শন করবেন। মেডিক্যাল থেকে ফিরে সকাল ১০টায় জেলা আয়ুক্তের কার্যালয়ে যোগ দেবেন পর্যালোচনা বৈঠকে। এরপর বেলা সাড়ে ১১টায় যোগ দেবেন শিলচর বার সংস্থার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে। ওই অনুষ্ঠান শেষে ফের বিমানবন্দরে পৌঁছে দুপুর ২টা ২০ মিনিটের বিমানে রওনা হয়ে যাবেন গুয়াহাটির উদ্দেশে।

বৃহস্পতিবার তিনদিনের সূচি নিয়ে বরাক সফরে মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার তিনদিনের সূচি নিয়ে বরাক সফরে মুখ্যমন্ত্রী

Author

Spread the News