উধারবন্দ জগন্নাথ সিং কলেজে ‘নিযুত মইনা’ প্রকল্পের প্রপত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : মুখ্যমন্ত্রীর ‘নিযুত মইনা’ প্রকল্পের প্রপত্র আনুষ্ঠানিকভাবে ছাত্রীদের মধ্যে বিতরণ করা হল উধারবন্দ জগন্নাথ সিং কলেজে। এ উপলক্ষে শুক্রবার কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরহিত্য করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সোমনাথ দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোমের প্রতিনিধি তথা উধারবন্দ বিজেপির সভাপতি নবারুণ চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের চক্র আধিকারিক ঋতুরাজ বরদলৈ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজকর্মী সূর্যকুমার শর্মা। ছাত্রীদের সাবলীকরণের উদ্দেশ্যে নিয়ে আসা এই প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 'নিযুত মইনা' প্রকল্পের প্রপত্র বিতরণ

নবারুণ চক্রবর্তী বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার উচ্চ শিক্ষার বিকাশের উদ্দেশ্যে নানা প্রকল্প হাতে নিয়েছে আসাম সরকার ২০১৭ সাল থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিনা মাশুলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নাম ভর্তির সুযোগ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে বাল্যবিবাহ প্রথা রোধ করে ছাত্রীদের উচ্চ শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ছাত্রীরা যাতে সব ধরনের বাধা অতিক্রম করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য এই প্রকল্পের অধীনে প্রত্যেক ছাত্রীকে প্রতিমাসে আর্থিক অনুদান প্রদান করা হবে। 

উধারবন্দ জগন্নাথ সিং কলেজে 'নিযুত মইনা' প্রকল্পের প্রপত্র বিতরণ

অনুষ্ঠানে মোট ১৩৩ জন ছাত্রীর মধ্যে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আবেদনপত্র বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সূর্যকুমার শর্মা, কলেজ গভর্নিং বডির সভাপতি সোমনাথ দেব, কলেজের অধ্যক্ষ এস সমরেন্দ্র সিংহ, সরকারি অধ্যাপক কৌশিক নাথ। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কলেজের সহকারি অধ্যাপক তথা নিযুত মইনা প্রকল্পের নডাল অফিসার ড. শ্যাম মামুদ বড়ভূইয়া।

Author

Spread the News