রবিবার মর্ণিং ক্লাবের ফাইভ-এ-সাইড ফুটবল
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : প্রতিবারের মতো এবারেও ফাইভ-এ-সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে শিলচর মর্ণিং ক্লাব। শিলচরে ফুটবল মরশুম শুরুর আগে এই প্রতিযোগিতা সভ সময়ে হয়ে থাকে। ব্যতিক্রম নয় এবারেও। ক্লাবের প্রতিষ্ঠাতা সচিব চিন্ময় রঞ্জন দে-র স্মৃতিতে এবারের একদিনের প্রাইজমানি আসর বসবে রবিবার। শিলচর ডিএসএ-র সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে। অংশ নেবে ছয়টি দল। শিলচর সুপার ডিভিশনের পাঁচটি এবং সম্প্রতি শেষ হওয়া এ ডিভিশন লিগ চ্যাম্পিয়ন শিলচর ফুটবল অ্যাকাডেমি। বৃহস্পতিবার মধ্যসহর সাংস্কৃতিক সমিতির ভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতা বিভিন্ন তথ্য তুলে ধরেন ক্লাব কর্মকর্তারা। ছিলেন সভাপতি রাজ কুমার পাল, দুই সহসভাপতি সুজন দত্ত ও দীপক ব্রহ্ম, সচিব তমাল দত্ত, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ বিকাশ দাশগুপ্ত, সাংগঠনিক সচিব চন্দন শর্মা, ক্রীড়া সচিব জয়দীপ কর ও সদস্য বাবুল হোড়।
সুপার ডিভিশনের ছয় দলের মধ্যে একমাত্র ইন্ডিয়া ক্লাব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। বাকি দলগুলি হল টাউন ক্লাব, শিলচর স্পোর্টিং ক্লাব, তারাপুর এসি ও ইটখলা স্পোর্টিং ক্লাব, অরুণাচল এসএস।
ছয় দলের মধ্যে খেলা হবে লিগ কাম নকআউট পদ্ধতিতে। দুটি গ্রুপ থাকবে। উভয় গ্রুপের শীর্ষ দু সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। ম্যাচ হবে কুড়ি মিনিটের। প্রতিটি দলকে দশজন ফুটবলারের রেজিস্ট্রেশন করাতে হবে। ম্যাচে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে। তবে এই সুযোগ একবারই থাকবে। ব্যক্তিগত পুরস্কার প্রাপকদের নির্বাচন করবেন বিকাশ দাস, সমর রায়, অতনু চৌধুরী ও দেবেন শুক্লবৈদ্য।
উল্লেখ্য, এবারের আসরে প্রাইজমানি বেড়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স দল যথাক্রমে ট্রফি সহ পাবে নগদ ৮ ও ৬ হাজার টাকা। উভয় পুরস্কারে এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ব্যক্তিগত পুরস্কার থাকছে চারটি। শীর্ষ গোলদাতা, সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ফাইনাল পাবেন ট্রফি সহ নগদ ৫০০ টাকা করে। আসরের সেরা খেলোয়াড় পাবেন ট্রফি ও ১ হাজার টাকা।