জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
৮ আগস্ট : তীব্র ভূমিকম্প জাপানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। জারি হয়েছে সুনামির সতর্কতা। ভূমিকম্পের উৎসস্থল জাপানের দক্ষিণ উপকূলের দ্বীপ কিউশু। কিউশু এবং শিকোকুতে সমুদ্রের ঢেউ ১ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।
বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা যায়, কিউশু দ্বীপের মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ২০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত ইতিমধ্যেই উঠেছে। তাই প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন সমুদ্রের দিকে না যায়। তবে জোরাল ভূমিকম্প হলেও, ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। এখনও পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। অন্যদিকে, সুনামির জন্য সব রকমভাবে প্রস্তুত সে দেশের সরকার। ইতিমধ্যেই একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ভৌগলিক অবস্থানগত কারণে জাপান ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রতি নিয়তই সেখানে কম-বেশি ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছর ১ জানুয়ারি তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠেছিল জাপান। সেই ঘটনায় অনন্ত ২০০ জনের মৃত্যু হয়েছিল। ঠিকানা হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার মানুষ। এদিনের কম্পনের ফলে, বেজায় চিন্তিত এই দুই দ্বীপের মানুষেরা।