মঙ্গলটিলা ও বসন্তপুর চৌরঙ্গী এলাকার দশটি দোকানে চোরের হানা

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি থানার অন্তর্গত মঙ্গলটিলা ও বসন্তপুর চৌরঙ্গী এলাকার দশটি দোকানে হানা দিল চোরের দল। শনিবার রাতে হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি পুলিশ।

সোমবার সকালে দোকানগুলোর মালিক দোকান খুলতে এসে দেখেন দরজার তালা খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে তারা এলাকার মানুষকে বিষয়টি জানান। এরপর দশটি দোকান মালিক রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি দুটি থানায় এজাহার দায়ের করেন। রবিবার সঙ্গে সঙ্গে দুই থানা থেকে পুলিশ এসে দোকানগুলো খতিয়ে দেখে। দোকান মালিকরা হলেন রঞ্জিত দেব, রিপন দাস, বিবেকানন্দ দাস, অরবিন্দ দাস রায়, মঞ্জু দেব, কৃপেশ দাস, সৌমিত্র নমশূদ্র, রঞ্জিত দাস, সুবোধ রায় ও কৃষ্ণ দাস।

মঙ্গলটিলা ও বসন্তপুর চৌরঙ্গী এলাকার দশটি দোকানে চোরের হানা

দশটি দোকানের মধ্যে তিনটি মুদি দোকান, একটি কাপড়ের, দু’টি চায়ের স্টল, একটি মোবাইলের দোকান, একটি স্টেশনারি দোকান, একটি ইলেকট্রনিকের ও একটি ফাস্ট ফুডের দোকান। রিপন দাস জানান, তাঁর মুদি দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় চোরের দল।

Author

Spread the News