শিলচরে ফের সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বেহাল সড়ক সংস্কারের দাবিতে ফের শিলচর শহরের সড়ক অবরোধ করলেন ভুক্তভোগী জনগণ।  
সোমবার শিলচরের স্থানীয় জনগণ শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে পাবলিক স্কুল রোডের সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন, অনেকদিন ধরে এই রাস্তা অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। এবং

রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশ জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে উঠেছে। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে তাতেও কোন লাভ হয়নি স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তাঁরা। আরও বলেন, সাংসদ ও বিধায়ক এব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ তুলেন। বলেন, সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন চলবে।

শিলচরে ফের সড়ক অবরোধ

Author

Spread the News