‘স্টপ ডায়েরিয়া’ আনুষ্ঠানিক সূচনা কাছাড়ে
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল “স্টপ ডায়েরিয়া” সচেতনতা কার্যসূচি। শনিবার সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। এনিয়ে অনুষ্ঠিত সভায় ডাঃ আশুতোষ বর্মন বলেন, এই মরশুমে ডায়েরিয়ার প্রকোপ গ্রামাঞ্চলে বৃদ্ধি পায়। এই রোগ সাধারণত ৫ বছর বয়স অবধি শিশুর ঝুঁকিপূর্ণ। তাই পুরো মাস ব্যাপি স্বাস্থ্য বিভাগের তৃণমূলস্তরের কর্মীরা ডায়েরিয়া প্রতিরোধে ঘরে ঘরে গিয়ে ব্যপক সচেতনতা অভিযান চালাবেন। পাশাপাশি ডায়েরিয়া আক্রান্ত পরিবারে ওআরএস ও জিঙ্ক বড়ি প্রদান করবেন। ডাঃ বর্মণ সাধারণ জনগণকে বিশুদ্ধ জলপান করার আবেদন জানান। অতিরিক্ত ডায়েরিয়া হলে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে যোগাযোগের পরামর্শ করেন তিনি।
সাধারণ জনগণকে বিশুদ্ধ জলপানের আবেদন ডাঃ বর্মণের
বক্তব্যের পরিসরে এও জানান, জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ডায়েরিয়ার জন্য ওআরটি কর্ণার স্থাপন করা হয়েছে। আনুষ্ঠানিক এই উদ্ধোধন শেষে সিভিল হাসপাতালস্থিত পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে (এআরসি) ভর্তি হওয়া শিশুদের অভিভাবকদের সামনে ওআরএস হাতেকলমে প্রস্তুতি সহ ডায়েরিয়া প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আরেক প্রস্থ আলোচনা করেন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কেশব পাটিকর ও যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন।

এসময়ে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ অরুণ দেবনাথ, জেলা এনএইচএম-এর ডিএমই ড০ গুলবাহার রাজ, ডিসিএম উজ্জ্বল দাস, জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর, ডিডিএসএম জাকির হোসেন, ওয়াসিম জাবেদ চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, জেলায় মাসব্যাপী এই কার্যক্রমকে সফল করে তুলতে জেলার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদের সভাপতিত্বে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা, সমাজকল্যাণ ইত্যাদি বিভাগকে নিয়ে গত মঙ্গলবার জেলা পর্যায়ে এক স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।