ঘুষ : শিলচরে গ্রেফতার পাটোয়ারী

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচর ভূ-বাসন আধিকারিক কার্যালয়ে হানা দুর্নীতি নিবারণ শাখা কর্মকর্তাদের। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক পাটোয়ারীকে গ্রেফতার করেন তাঁরা। ঘুষ নেওয়ার সময় নুরুল হক বড়ভূইয়া নামের এক পাটোয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেন কর্মকর্তারা।

নুরুল হককে ৫ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বর্তমানে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা।

জানা যায়, কাশিপুর এলাকার আক্তার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলেন। ভারতমালা সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের বিষয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারী বড়ভূইয়া বলে সূত্রের খবর।

Author

Spread the News