পাথারকান্দির ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় লক্ষণীয় ভিড়, সামিল কৃষ্ণেন্দুও

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : হাজার হাজার ভক্ত সহ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে করিমগঞ্জ জেলার পাথারকান্দির খালপারের ১৯৪ তম ঐতিহাসিক সপ্তরথ যাত্রা সুষ্ঠভাবে সম্পন্ন হল। মঙ্গলবার খালপার গ্রা‌মের লা‌গোয়া সাতটি গ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি, উত্তর বিলবাড়ি, পাত্রগ্রাম, পেঁকুরগ্রাম, মন্ত্রীগ্রাম, ছাত্রাগ্রাম ও নয়াডহরের সাত‌টি সুস‌জ্জিত রথ খালপার গ্রা‌মে মিলিত হ‌য়। এই রথযাত্রা উপল‌ক্ষে প্রতি বছরই এখা‌নে ভক্ত‌দের উপ‌চে পড়া ভিড় প‌রিল‌ক্ষিত হয়। একই সঙ্গে বসে বিশাল মেলাও। এ‌দি‌নের ম‌হোৎসব‌টি সুন্দর ভা‌বে পাল‌নের জন‌্য আ‌য়োজ‌নে কোনও খামতি রাখেনি আ‌য়োজক ক‌মি‌টি। রথযাত্রায় যা‌তে কোন বিঘ্ন না ঘ‌টে তার জন‌্য পাথারকান্দি পুলিশ প্রশাস‌নও সহ‌যো‌গিতা হাত বাড়িয়ে দেয়। এতে প্রচুর ভক্তদের উপস্থিতিতে পাথারকান্দির খালোপার ঐতিহাসিক সপ্তরথ যাত্রা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

পাথারকান্দির ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় লক্ষণীয় ভিড়, সামিল কৃষ্ণেন্দুও

ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় অংশগ্ৰহণ করে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, আগামী শীতের মরসুমে কীর্তন স্থলে কাজ শুরু হবে। যাতে সুন্দর ভাবে কীর্তন করতে পারেন তার ব্যবস্থা করে দেবেন তিনি। তিনি এও জানান, ওই স্থানে আরও তিনটি লাইট লাগানো পাশাপাশি সিসি ব্লকের রাস্তা তৈরি করা হবে।

পাথারকান্দির ঐতিহাসিক সপ্তরথ যাত্রায় লক্ষণীয় ভিড়, সামিল কৃষ্ণেন্দুও

এদিকে, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয় প্রশাসন ও রথযাত্রায় উপস্থিত সনাতনী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন খালপার উন্নয়ন কমিটির পক্ষে নির্মল সিনহা, সত্যরঞ্জন সিনহা, লালমোহন সিনহা, জগদীশ সিনহা, বিষ্ণু শর্মা, মনোজ সিনহা, সত্যজিত সিনহা, উত্তম সিনহা প্রমুখ।

Author

Spread the News