অরুণাচলের পাহাড়ে ভারী বর্ষণে ধেমাজির ৩৬ গ্রাম প্লাবিত

অরুণাচলের পাহাড়ে ভারী বর্ষণে ধেমাজির ৩৬ গ্রাম প্লাবিত

বরাক তরঙ্গ, ১২ জুলাই : অরুণাচল প্রদেশের পাহাড়ে ভারী বর্ষণে জিয়াধল নদীর জলস্তর আবার বেড়েছে। চামরাজানে ১৫ নম্বর জাতীয় সড়কের নদীর জল ১ ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে। জলের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে, লক্ষীপাথরের চারটি নদী, অসম-অরুণাচল সীমান্তের লক্ষীপাথরের মরিধল দিকে থাকা মিসামারের বালিছড়ি এবং বরাজান নদী বৃহস্পতিবার থেকে প্লাবিত হয়েছে।

জানা যায়, অরুণাচল প্রদেশের পাহাড় থেকে হঠাৎ করে জল নেমে আসায় ধেমাজি সার্কলের অধীনে মরিধল, লক্ষীপাথর এবং গোহাইয়ের তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। সন্ধ্যা পর্যন্ত জল বাড়তে থাকায় গ্রামের হাজার হাজার মানুষ এখন উঁচু স্থানে বা বাঁধে আশ্রয় নিচ্ছেন।

অরুণাচলের পাহাড়ে ভারী বর্ষণে ধেমাজির ৩৬ গ্রাম প্লাবিত

এ দিকে, গত বছর ধেমাজি জলসম্পদ দফতর মানুষের দাবি উপেক্ষা করে উল্টো পথে জল পাঠাতে চ্যানেল কেটে দেয়। নদীটি ধেমাজি গোঁহাই পঞ্চায়েতের আমগুড়ি, মাঝারচুক, ঘিলাগুড়ি ২, বামগাঁও, ঘিলাগুড়ি ৩, বড়চিরা ১, বড়চিরা ২ সহ গোহাই এবং মরিধল পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে। ছবি সৌজন্যে অসমিয়া প্রতিদিন।

Author

Spread the News