ধর্ষণকাণ্ডে যুবকের কুড়ি বছর সশ্রম কারাদণ্ড
বরাক তরঙ্গ, ৯ জুলাই : ধর্ষণকাণ্ডে এক যুবকের কুড়ি বছর সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন রায়দান করেছে ওদালগুড়ি জেলা আদালত। সোমবার এই রায় দেওয়া হয়। ধর্ষণ কাণ্ডটি ২০২২ সালের ২২ জুলাই ঘটেছিল। ঘটনাটি সন্ধ্যা ছয়টার দিকে ঘটে যখন ওদালগুড়ি জেলার রাউতা বাগান গ্রামের এক যুবতী দলগাঁও থেকে রাউতা চারিয়ালিতে আসার জন্য একটি ম্যাজিক গাড়িতে উঠেছিলেন।
কিন্তু গাড়িটি ঝাড়গাঁওয়ে আসার আগে সব যাত্রী নেমে গিয়েছিলেন। শুধু ওই যুবতী ছিলেন। একা থাকার সুযোগে গাড়ির চালক রাউতার পরিবর্তে অন্য পথ ধরলেন। অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে নুর মোহাম্মদসহ কয়েকজন।
সকালে নির্যাতিতাকে ছেড়ে দেওয়া হয় এবং সে ঘটনা সম্পর্কে আশেপাশের লোকজনকে জানায়। নির্যাতিতার বাবা রাউতা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রাউতা থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৭৬(ডি) নং ৬৭/১৫ এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে৷
পরে ওদালগুড়ি জেলা এবং জজ আদালতে একই ধারার ৫৯/২০১৮ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। শুনানি শেষে আদালত রাউতার আমিনপাড়া গ্রামের নুর আলিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। আদালত অন্য অভিযুক্ত রাউতার সিধাখোয়া গ্রামের সানাউল্লাহকে খালাস দিয়েছে।