মিনি সুপার সাকার মেশিনের ভেহিকেলের উদ্বোধন মার্গেরিটার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুলাই : শিলচর শহরের আবর্জনা সাফাই করতে ‘মিনি সুপার সাকার মেশিন মাউন্টেড ইলেকট্রিক ভেহিকেলের’ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। মঙ্গলবার শিলচর পুরসভার ছয়টি ইলেকট্রিক ভেহিকেলের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী মার্গেরিটা বলেন, ১ কোটি ৬ লক্ষ টাকার ব্যয়ের শিলচর শহরের দ্রুত আবর্জনা পরিস্কারের জন্য ইলেকট্রিক ভেহিকেল গাড়ির উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী এও বলেন, শিলচর শহরের যে সব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে। বিজেপি সরকার সবসময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নতমানের শহর করতে কাজ করে যাচ্ছেন।

মিনি সুপার সাকার মেশিনের ভেহিকেলের উদ্বোধন মার্গেরিটার

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলাশাসক রোহনকুমার ঝা, প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ শিলচর পুরসভার কর্মকর্তারা।

Author

Spread the News