বাবার সঙ্গে ঘরে ফেরার পথে স্কুটি থেকে ড্রেনে পড়ে নিখোঁজ শিশু

বরাক তরঙ্গ, ৫ জুলাই : এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার রাতে গুয়াহাটির জ্যোতিনগর এলাকায় রাস্তার পাশের ড্রেনের জলে আট বছরের একটি শিশু মর্মান্তিকভাবে ভেসে গেছে।

সূত্রের খবর, ৮ বছর বয়সী অবিলাশ সরকার বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে তার বাবা এবং অন্য একজনের সঙ্গে একটি স্কুটি বাড়ি ফিরছিল। হঠাৎ পিচ্ছিল রাস্তার কারণে স্কুটি ছিটকে পড়ে এবং মাঝখানে বসা ছোট ছেলেটি ড্রেনে পড়ে যায়। চোখের পলকে, ড্রেনের প্রবল স্রোত তাকে বয়ে নিয়ে যায়।

ছেলেকে বাঁচাতে মরিয়া বাবা ড্রেনে ঝাঁপ দিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।

বাবা তাৎক্ষণিক ঘটনাটি চাঁদমারী থানায় জানান। পুলিশ, এসডিআরএফ কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে রাতে তল্লাশি অভিযান শুরু করে। খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, এসডিআরএফ, চাঁদমারি পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলনপুর এবং জ্যোতিনগর এলাকায় ড্রেন অনুসন্ধান করছে।

গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিলাশ সরকার নুনমাটির ভাওয়ানিপুরের বাসিন্দা।

Author

Spread the News