মধুরবন্দে বরাক নদীতে তলিয়ে যাওয়ার পথে কয়েকটি গৃহ, আতঙ্কিত জনগণ

বরাক তরঙ্গ, ৪ জুলাই : ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ার কারণে শিলচর মধুরবন্দ বরাক নদীর পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আতঙ্কিত স্থানীয় লোকরা। শিলচর মধুরবন্ধ এলাকার আব্দুল রহমান মজুমদারের সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার পথে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল রহমান মজুমদার সহ অন্যান্যরা জানান, তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হওয়ায় তাদের রাতের ঘুম নেই। পাহারা দিয়ে রাত কাটাচ্ছেন। কোন সময় কী ঘটে এক আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। তিনি বলেন, এ পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য তারা পাননি এবং পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি। তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্রে আশ্রয় দেওয়ার জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন।

Author

Spread the News