শিলচরে চিকিৎসক দিবসে দুই অ্যাসোশিয়েসনের নানা কর্মসূচি
বরাক তরঙ্গ, ১ জুলাই : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ ১ জুলাই সোমবার ভারতবর্ষের কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৪৩ তম জন্মদিন উপলক্ষে শিলচর মেডিক্যাল কলেজ এল্যুমিনি অ্যাসোশিয়েসন ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েসন, কাছাড়ের যৌথ উদ্যোগে চিকিৎসক দিবস হিসাবে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সকালবেলায় এই উপলক্ষে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েসনের ব্যাবস্থাপনায় শিলচর সিভিল হাসপাতালের আমসা হাউসের কাছে থেকে শহরের চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিলচরের রোটারি ক্লাবও অংশগ্রহণ করে।

পরবর্তীতে এই উপলক্ষে শিলচর মেডিক্যাল কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের পূর্বে শিলচর মেডিক্যাল কলেজের সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ব্লাড ব্যাঙ্কে এক অনুষ্ঠানে ডঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন।

অনুষ্ঠানে শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, সুপারিনটেনডেন্ট, শিলচর মেডিক্যাল কলেজ এল্যুমিনি অ্যাসোশিয়েসন ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশন, কাছাড়ের প্রত্যেক সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন। ডাঃ ভাস্কর গুপ্ত উনার সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ বিধান চন্দ্র রায়ের জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে অবগত করেন। এদিনের এই রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মূলতঃ শিলচর মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। শিলচর মেডিক্যাল কলেজ এল্যুমিনি অ্যাসোশিয়েসন ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েসন, কাছাড়ের সদস্য ও সদস্যারা এদিন প্রত্যেক রক্তদাতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এক প্রেস বার্তায় শিলচর মেডিক্যাল কলেজ এল্যুমিনি এসোশিয়েসনের সম্পাদিকা ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য্য ও ইন্ডিয়ান মেডিক্যাল এসোশিয়েসন, কাছাড়ের সম্পাদক ডঃ অংশুমান ভট্টাচার্য খবরটি জানিয়েছেন।