দোহালিয়া কাণ্ড : পাথারকান্দি থানা ও সার্কল কার্যালয়ে বিক্ষোভ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৯ জুন : দোহালিয়া কাণ্ডে পাথারকান্দি থানা ও সার্কল কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন হিন্দুত্ববাদি সংগঠনের কর্মকর্তা সহ জনতা। জানা গেছে, গত ১৪ জুন পাথারকান্দি থানা অধীন দোহালিয়ায় এলাকায় একটি হিন্দু পরিবারের মহিলার উপর স্থানীয় একদল দুস্কৃতির হামলার ঘটনায় প্রায় এক পক্ষকাল অতিক্রান্ত হবার পরও পুলিশ অভিযুক্তদের ধরতে ব্যর্থ হয়। এমন অভিযোগে শনিবার পাথারকান্দি থানা ও সার্কল কার্যালয় বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। এইসব সংগঠনের পক্ষ থেকে শতাধিক পুরুষ ও মহিলা পৃথক পৃথক ভাবে থানা ও সার্কল কার্যালয়ে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে ইন্সপেক্টর ওসি ও সার্কল অফিসারের কাছে দু’টি স্মারকপত্র তুলে দেন। এতে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। অন্যথায় আগামীদিনে তারা গনতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন।
উল্লেখ্য, পাথারকান্দি থানাধীন ৫ নং দোহালিয়া গত ১৪ জুন ভিন ধর্মাবলম্বী একদল দুষ্কৃতী স্থানীয় কল্পনারানি দেবনাথ এবং তার মেয়ে পায়েল দেবনাথ উপর হামলা চালানোর ঘটনায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।