সরকার বদল হলেও হাতিরগুল জনগণের ভাগ্য বদল হয়নি, বেহাল রাস্তা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ জুন : শ্রমদানে কোনও মতে যাতায়াতের উপযোগী করে তুললেন গ্রামের একমাত্র রাস্তাটি জনগণ। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত জুড়বাড়ি ডেফলআলা জিপির পশ্চিম হাতিরগুল গ্রামের জনগণের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা পড়ে রয়েছে। এতে ভোগান্তি অন্তনেই গ্রামবাসীর। কয়েক দিন থেকে টানা বৃষ্টিপাতের ফলে রাস্তাটি কাদায় টুইটুম্বর হয়ে পড়ে। কচিকাঁচা স্কুল পড়ুয়া থেকে শুরু করে আমজনতা চলাচলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে রাস্তায় কাঁদার উপর দাঁড়িয়ে বলেন, কর্দমাক্ত রাস্তা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পশ্চিম হাতিরগুল গ্রামের শতশত জনগণকে। ভাবতে অবাক লাগলেও বর্তমান সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে বলে জোর গলায় শাসকদলের নেতা কর্মীরা দাবি করে থাকলেও এমন করুন দৃশ্য এখনও পাথারকান্দিতে রয়েছে।

সরকার বদল হলেও হাতিরগুল জনগণের ভাগ্য বদল হয়নি, বেহাল রাস্তা

কংগ্রেস সরকারের আমল থেকে আজ অবধি একই দাবি জানিয়ে কোনও লাভ হয়নি। বিজেপি সরকারের আমলেও তাদের সমস্যা মেটেনি। সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী জনগণ অবশেষে নিরুপায় হয়ে হাতে হাতে কুদাল নিয়ে রাস্তা সংস্কার করে কোনও মতে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। এছাড়া গ্রামের জনগণের সৃষ্টি সমস্যার স্থায়ী সমাধানের জন্য স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সাংসদ কৃপানাথ মালা, করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব সহ পাথারকান্দির সার্কল অফিসার ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন।

Author

Spread the News