ব্রেকথ্রু সায়েন্সের মেডিক্যাল ক্যাম্প বেতুকান্দিতে
বরাক তরঙ্গ, ২৩ জুন : বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার। রবিবার বেতুকান্দির কৈলাশ মঙ্গলা এমই স্কুলে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ওষুধ তুলে দেওয়া হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষে জানানো হয় যে এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. শ্রীময়ী সিকদার এবং সজ্ঞবনী ১০৪ এর ফার্মাসিস্ট দিলওয়াজ খান, লেভ টেকনিসিয়ান স্বপন কুমার চন্দ, জিএনএম রাজওয়ানা আকতার বড়ভূইয়া, জানিল আহমেদ বড়ভূইয়া।
এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন আপন লাল দাস, রূপালি দাস, প্রেমানন্দ দাস, প্রমীলা বৈঞ্চব এবং এআইডিএসও’র স্বপন চৌধুরী, বাবলি দাস ও সমাজকর্মী ইউনিস আলী চৌধুরী ও খাদেজা বেগম লস্কর প্রমুখ। স্থানীয় বাসিন্দা সর্বানি চন্দ, চৈতালী স্বামী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূইয়া, ইসলামুল হক লস্কর, কিষান দাস জানান বেতুকান্দি অন্যতম বন্যা কবলিত এলাকা, মহিষা বিলের জল ঠিক মতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুধু শীতকাল ছাড়া এই অঞ্চলের মানুষ সারা বছর জমা জলের সমস্যায় ভোগেন। ফলে নানা ধরনের রোগের শিকার হন তারা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর হেলথ ও সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগণকেও ক্যাম্প আয়োজনে সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়।