হজে গিয়ে মৃত ৬৮ ভারতীয়
২০ জুন : মক্কায় হজে গিয়ে মৃত্যু হয়েছে ৬৮ জন ভারতীয়র। এমনটা জানা গিয়েছে সৌদির দূতাবাসের তরফে। তীব্র গরমে সেখানে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত মোট ৬৪৫ জন। মৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিশিয়া এবং ইরাকের বাসিন্দারাও রয়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও অসুস্থ হয়ে পড়ায় বিপুল সংখ্যক তীর্থযাত্রীর চিকিৎসা চলছে বলেও জানা গিয়েছে। গত বছরেও প্রায় ২০০ জনের বেশি মানুষ হজে গিয়ে প্রয়াত হয়েছিলেন।