শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ দিবস পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ৯৯ তম প্রয়াণ দিবস পালন করল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতি রক্ষা কমিটি।রবিবার বৃষ্টি উপেক্ষা করে শিলচর হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তির পাদদেশে সমবেত হয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির সদস্য সহ সাধারণ জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক সাধন পুরকায়স্থ। তিনি বলেন, বিশ্ববরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তাঁর সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন। তিনি “দেশবন্ধু” নামে জগৎ বিখ্যাত হয়ে আছেন। ১৯২৫ সালের ১৬ জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু-মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাঁকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন।
শ্যামলকান্তি দেব বলেন, পরাধীন ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং কলকাতার প্রথম মেয়র। ধর্মনিরপেক্ষতা, রাজনৈতিক দক্ষতা, এ দেশের মানুষের প্রতি অপরিসীম ভাবনা তাঁকে ‘দেশবন্ধু’-র আখ্যা দিয়েছিল। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। এই বছর আবহাওয়া প্রতিকূল না থাকার কারণে তেমন বড় ভাবে উক্ত দিবসটি পালন করা যায়নি, কিন্তু আগামী দিনে উনার জন্ম দিবসটি আরও বড়ো করে করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

কবি-লেখক তথা নেতাজি বিষয়ক গবেষক নীহাররঞ্জন পাল বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বাধীন ভারতের কল্পনা করেছিলেন যেখানে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ থাকবে। তিনি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষাকারী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করতেন।
সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরেশ ব্যানার্জি ও রসরাজ দাস। উপস্থিত ছিলেন নীহার পুরকায়স্থ, প্রাক্তন পুর কমিশনার গোপাল রায়, শিলচর পুরসভার পক্ষ থেকে সৌরভ দেব, নিলয় দত্ত, পুলক সোম, সমর পাল, নবদীপ দাস, আজমল হোসেন চৌধুরী, কবি-লেখক শতদল আচার্য, তপোময় পুরকায়স্থ, শিবু মিশ্র প্রমুখ।