করিমগঞ্জে দুই লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ৩
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ জুন : মাদক বিরোধী অভিযানে নেমে বিরাট সফলতা পেলো অসম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বিকেল তিনটে নাগাদ আইজিপি পার্থসারথি মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। করিমগঞ্জ-শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি নম্বর বিহীন বলেরো কেম্বার গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাক লাইটের ভেতর থেকে উদ্ধার করে দুই লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি পাচারকাণ্ডে জড়িত থাকা ত্রিপুরা রাজ্যের তিন পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা হল খাইরুল হোসেন, নবির হোসেন ও মামন মিয়া। তাদের বাড়ি ত্রিপুরা রাজ্যের মেলাঘর এলাকায় বলে জানা গেছে। ধৃত তিন পাচারকারীকে করিমগঞ্জ সদর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। উদ্ধার ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য হবে ৬৬ কোটি টাকার মতো।