বন্যায় বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হাতিরহাড়ে, পানীয়জলের হাহাকার

বরাক তরঙ্গ, ৮ জুন : সম্প্রতি বন্যায় বড়খলা বিধানসভা কেন্দ্রের শ্রীকোণা জিপির হাতিরহাড় দ্বিতীয় খণ্ডে ইঅ্যান্ডডি বাঁধ এক তৃতীয়াংশ বিলীন হয়ে যায়। গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। বন্যার সপ্তাহ দিন অতিক্রম করলেও যোগাযোগ ব্যবস্থা ও পানীয়জল সরবরাহ সচল করে তোলা হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীর। শনিবার হাতিরহার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল মতিন বড়লস্কর, বাহার উদ্দিন বড়লস্কর, মনসুর আহমেদ বড়লস্কর, আকবার হোসেন বড়লস্কর, হুসেন আহমেদ বড়ভূইয়া, মোবারক আলি লস্কর, তবারক আলি লস্কর, এবাদুর রহমান বড়ভূইয়া, নাজির আহমেদ বড়ভূইয়া, ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা ভাঙা এলাকায় জমায়েত হয়ে মেরামতের দাবি জানিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। গ্রামের বৃহত্তর জনস্বার্থে জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করার দাবি জানান। দীর্ঘদিন থেকে পানীয়জল সরবরাহ বন্ধ থাকায় এলাকায় হাহাকার সৃষ্টি হয়েছে। পানীয়জলের জন্য চরম সমস্যার মুখে পড়েছেন গ্রামবাসী। বিশুদ্ধ পানীয়জলের অভাবে এলাকায় নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানান তারা।

বন্যায় বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হাতিরহাড়ে, পানীয়জলের হাহাকার

গ্রামবাসীরা বলেন, বন্যায় বাঁধ ভেঙে গ্রামের রাস্তার বেশ কিছু অংশ ধসে যায়। ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, বয়স্করা রাস্তা দিয়ে চলাচল করতেও পারছে না। ইঅ্যান্ডডির বাঁধ ভাঙায় গোটা গ্রামের সঙ্গে অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এপড়ে। গ্রামবাসী বলেন, বিগত দিনে ইঅ্যান্ডডি বাঁধের কাজ খুবই নিম্নমানের হওয়ায় জনগণকে আজ ভুগতে হচ্ছে। বন্যার পর আজ অবদি বাঁধ ও রাস্তার দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষের কেও এসে কোনও খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি বলে ক্ষোভ ব্যক্ত করেন। এ দিন সেখানে উপস্থিত হন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেবও। 

Author

Spread the News