অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনার দাবি জেডিইউ দলের নেতার

৬ জুন : তৃতীয়বার এনডিএ সরকার গঠন হতে চলেছে। এর মধ্যেই এবার অগ্নিবীর প্রকল্পের (Agniveer Scheme) পর্যালোচনার দাবি জানালেন নীতীশ কুমারের (Nitish Kumar) দলের নেতা। লোকসভা ভোটে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু এবারের চিত্রটা অন্যান্য বারের তুলনায় আলাদা হবে। কারণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। জোট শরিক দলগুলির সমর্থন ছাড়া বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তাই প্রতিটি পদক্ষেপেই শরিকদের চাপে থাকতে হবে পদ্ম শিবিরকে। যার প্রমাণ যেন হাতেনাতে পাওয়া গেল শুরুতেই।

বৃহস্পতিবার এক জনসভা থেকে জেডিইউ নেতা (JDU) কেসি ত্যাগী বলেন, ‘দল সশস্ত্র বাহিনীতে নিয়োগের অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা চাইবে। একাধিক রাজ্যে এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছিলেন তরুণরা। এই প্রকল্পকে নিয়ে ক্ষোভ থাকায় প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টির বিরোধিতা করছি না। তবে যখন এই প্রকল্পটি চালু হয়েছিল, তখন সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল। তাঁদের পরিবারও নির্বাচনের সময় প্রতিবাদ করেছিল। তাই এটা নিয়ে আলোচনা দরকার।’

উল্লেখ্য, এর আগে ২০১৪ ও ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল বিজেপি। তাই বিরোধীদের আপত্তি সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তেই অনেক বিল সহজেই পাশ হয়ে গিয়েছিল সংসদে। যার মধ্যে অন্যতম অগ্নিবীর প্রকল্প। তাই এবার শুরুতেই এনডি জোটের অন্যতম শরিক নীতীশ কুমারের জেডিইউ দলের তরফে প্রকল্পটি পর্যালোচনার কথা উঠল।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News