আশ্রম রোডের রুবি ওয়াইনসোপ সরানোর দাবিতে মহিলাদের বিক্ষোভে উত্তাল
বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : শিলচর শহর সংলগ্ন আশ্রম রোডে থাকা রুবি ওয়াইনসোপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে প্রায় পাঁচ শতাধিক মহিলার বিক্ষোভ জেলাশাসক কার্যালয়ে সামনে। সোমবার এ দাবিতে অফিস পাড়া এলাকা উত্তপ্ত করে তুলেন মহিলারা। নিজেদের বিভিন্ন সমস্যা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিভিন্ন স্লোগানে আঁকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। বিক্ষোভ চলাকালীন মহিলারা জানান, এলাকায় রুবি ওয়াইনসোপ থাকার দরুন বিভিন্ন স্থানের মানুষ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিড় জমিয়ে এলাকায় অরাজগতার সৃষ্টি করে আসছে। স্থানীয় মহিলা সহ যুবতীরা পথে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় রুবি ওয়াইনসোপের পাশে মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এলাকার মহিলা সহ যুবতীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
বৃহত্তর আশ্রম রোডের পরিবেশকে নেশার কবল থেকে মুক্ত করার পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এলাকায় থাকা রুবি ওয়াইনসোপকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সুপার সহ আবগারি বিভাগের উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করেন। অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা। যদি এরপরও রুবি ওয়াইনসোপ সরানোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সহ সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর এলাকার মহিলারা ময়দানে নেমে ঝাড়ু হাতে নিয়ে এলাকাকে স্থায়ীভাবে পরিষ্কার করতে বাধ্য হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তাঁরা।