ডলু ও রখরপারে বন্যার জলে তলিয়ে যাওয়া দু’জনের লাশ উদ্ধার

ঝুমি নাথ ও নিপ্পু লস্কর, বড়খলা ও সোনাই।
বরাক তরঙ্গ, ৩ জুন : বন্যার জলে তলিয়ে যাওয়া বড়খলার ডলুর প্রাক্তন পুলিশকর্মী ও সোনাইয়ের রখরপারের কিশোরের লাশ উদ্ধার করল এসডিআরএফ। সোমবার সাতসকালে ডলু জিপির কালীনগর প্রথম খণ্ডের বাসিন্দা তারিণীমোহন দাসের (৬৪) মৃতদেহ উদ্ধার হয়। এরপর সকাল দশটা নাগাদ সোনাইর কাপ্তানপুরে বন্যার জলে নিখোঁজ রিপন রবিদাসের (১৮) দেহ উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। দু’জনের দেহ উদ্ধারের পর জেলায় বন্যার জলে ডুবে মৃতের সংখ্যা আটে দাঁড়াল।

উল্লেখ্য, রবিবার সোনাইর কাপ্তানপুর ১৬ খণ্ডের রখরপার এলাকায় চার কিশোর স্থান করতে যায়। তাদের মধ্যে দু’জন তলিয়ে যায়। বাকি দুই কিশোর উপরে উঠে বাঁশ দিয়ে ডাঙায় তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তারা চিৎকার দিলে লোকজন জমায়েত হন। ঘটনার কয়েক মিনিট পর সুরজ রবিদাস (১৭) নামে কিশোরের লাশ ভেসে ওঠে। এতে স্থানীয়রা লাশটিকে উদ্ধার করেন। নিখোঁজ হয়ে যায় রিপন রবিদাস। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। বাহিনী জোর তল্লাশি চালিয়ে কোন সন্ধান পায়নি। সোমবার সকালে ফের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় রিপনের দেহ।

এ দিকে, বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া ডলুর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী তারিণীমোহন দাসের মৃতদেহ উদ্ধার হয় সোমবার সকালে। তিনি রবিবার সকালে বাড়ির পাশে বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন। দু’টি গ্রামে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে।

Author

Spread the News