বেতুকান্দিতে বেশকিছু নিষেধাজ্ঞা, বাঁধের আশপাশে পাঁচজনের বেশি নয়

জনসংযোগ, শিলচর।      
বরাক তরঙ্গ, ৩০ মে : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহনকুমার ঝা ভারতীয় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অধীনে বেশকিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাছাড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। এছাড়া বরাক নদীর ক্রমাগত ক্রমবর্ধমান জল ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে ডাইক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে। ওই আদেশে বলা হয়েছে, ২০২২ সালে দুষ্কৃতীদের দ্বারা বেতুকান্দিতে ইচ্ছাকৃতভাবে ডাইক কাটার এক  ঘটনা ঘটেছিল, যা শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা ও ধ্বংসযজ্ঞের ফলে বহু প্রাণহানি ঘটেছিল এবং এ বছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেতুকান্দিতে ডাইক রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা অধীনে বেশকিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন, বেতুকান্দি স্লুইস গেট থেকে ৫০০ মিটার ব্যাসার্ধে এবং বেতুকান্দি ডাইকে পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।বেতুকান্দিতে ডাইকের কোনও ক্ষতি করার যে কোন প্রচেষ্টাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

Spread the News