মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, দু’জনকে আটক সোনাই পুলিশের

বরাক তরঙ্গ, ২৮ মে : মেয়াদ উত্তীর্ণ
ওষুধ বিক্রি করার ফলে ফার্মাসি বন্ধ করে দুই জনকে আটক করল সোনাই পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যারাতে এ ঘটনাটি ঘটেছে সোনাই বাজারে। এদিন ওষুধ ক্রেতার এই অভিযোগে মতিনগর রোডের বিকে ড্রাগ সেন্টার নামের ফার্মেসির দুই কর্তাকে আটক করেছে সোনাই থানার পুলিশ। আটক দু’জন হলেন বিকে সিংহা ও প্রীতম দাস। এক বছর আগে এক্সপেয়ার ট্যাবলেট বিক্রি করা হয় হোসেন আহমেদ লস্কর নামের যুবকের কাছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করায় সোনাই থানায় নালিশ জানান ক্রেতা।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফার্মাসির দুই কর্তাকে সোনাই পুলিশ আটক করেছে বলে জানা গেছে। রাতে সোনাই থানায় ফার্মাসি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্রেতা।

Author

Spread the News