বাল্যবিবাহ কাণ্ডে কোনও কাজি ছিলেন না :  কাজি মোস্তফা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ মে : পাথারকান্দি  বাল্যবিবাহ কাণ্ডে সরকারি কোন কাজি ছিলেন না বলে জানালেন বৃহত্তর পাথারকা‌ন্দির অধীনে থাকা সরকারি পঞ্জিকরনকৃত কাজি মোস্তফা আহমেদ। কিছু সংবাদ মাধ্যমে তাঁর নাম জড়নোয় তিনি তা খণ্ডন করেন। তিনি বলেন, বরের পক্ষের অভিভাবকরা বারবার কাজী নয় বলে স্পষ্টিকরণ দিয়েছেন তারপরও কাজির নাম উল্লেখ করা হয়েছে এটা খুবই দুঃখজনক। বৃহস্পতিবার এমএসএফ এর ইনচার্জ মওলানা বদরুল হককে নিয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন কাজি মোস্তফা আহমেদ।

উল্লেখ্য, গত ২০ মে বাল‌্য বিবাহের কারণে বিয়ের পিঁড়ি থেকে বর-কনে সহ নয়জনকে আটক করে পাথারকান্দি পুলিশ। নাবালিকা কনে ছেড়ে বর সহ সবারই ঠাঁই হল জেল হাজতে।

Author

Spread the News