১৭ মে থেকে ভাষা আন্দোলনের ৬৩-তম বার্ষিকী অনুষ্ঠান বরাকবঙ্গের

বরাক তরঙ্গ, ১৪ মে : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি একষট্টির ভাষা আন্দোলনের ৬৩-তম বার্ষিকী পালনে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে৷
উনিশের আবাহনের প্রথম পর্বে আগামী ১৭ মে শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বঙ্গভবন প্রাঙ্গণ সহ সামনের রাস্তায় উনিশের আলপনা এবং মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ দ্বিতীয় পর্বে ১৮ মে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে  বরাকের বহমান ভাষা-আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে৷ সম্মাননা প্রাপকরা হলেন সন্তোষ মজুমদার (হাইলাকান্দি), চিত্রা দত্ত (শিলচর), মালতী নন্দী (বড়খলা), অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য (শিলচর), নবেন্দুশেখর নাথ (কাটিগড়া), দিলীপকান্তি লস্কর (করিমগঞ্জ) ৷ আছে একটি মনোজ্ঞ আলোচনা সভাও৷ আলোচক নাট্যকার, চিত্রনির্মাতা,  লেখক ও সাংস্কৃতিক কর্মী সুব্রত কাঞ্জিলাল এবং বাংলাদেশের টাঙ্গাইলস্থিত মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফুর রহমান।

১৯ মে ভাষাশহিদ দিবসের সকালে রেলস্টেশন, শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে৷ পরে দুপুর ২টা থেকে গান্ধীবাগ শহিদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে চলবে উনিশের কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, নৃত্য, চিত্রকলা প্রদর্শনী  এবং কথামালা ব্যবস্থাপনায় থাকবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি।

এই অনুষ্ঠানগুলোতে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন জেলা সমিতির  সভাপতি সঞ্জীব দেবলস্কর ও সম্পাদক উত্তমকুমার সাহা৷  ১৪ মে,২০২৪, শিলচর

Author

Spread the News