গীতাসংঘের উদ্যোগে কৃষ্ণ ভক্তদের মধ্যে গীতাদান শিলচরে

গীতাদান একটা সামাজিক আন্দোলন : নীহাররঞ্জন

বরাক তরঙ্গ, ১১ মে : শিলচর সৎসঙ্গ আশ্রম রোডস্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে শ্রীমদ্ভাগবদ গীতা সংঘের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতাদান কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। শতাধিক কৃষ্ণপ্রেমী ভক্তদের মধ্যে শ্রীমদ্ভাগবদ গীতা ও বস্ত্র তুলে দেওয়া হয়। সভায় পৌরহিত্য করেন গীতাসংঘের সভাপতি গোপেন্দ্রচন্দ্র সরকার। 

শুক্রবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস বলেন, গীতাদান একটা মহৎ কাজ। তবে এধরণের ভাল কাজ যখন প্রতিবছর বারবার করা হয় তখন এটা একটা সামাজিক আন্দোলনের রূপ নেয়। তিনি বলেন, অবিনাশ জগজ্যোতি এই কাজের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন এবং আমরা তারজন্য তাকে সাধুবাদ জানাই। গীতা পাঠে একদিকে যেমন মানুষের চরিত্র ভাল হয় তেমনি নিজ ধর্মের প্রতি মানুষের আস্থা বাড়ে, কাজেই প্রত্যেক সনাতনীকে এব্যাপারে এগিয়ে আসা উচিত। 

গীতাসংঘের উদ্যোগে কৃষ্ণ ভক্তদের মধ্যে গীতাদান শিলচরে
বক্তব্য রাখছেন নিহাররঞ্জন দাস।

এদিকে সমাজকর্মী নারায়ণ চৌধুরী বলেন, গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখমিশ্রিত বাণী। কাজেই প্রত্যেক সনাতনীকে গীতা পাঠের অভ্যাস করা উচিত। তিনি বলেন গীতাসংঘের প্রতিষ্ঠাতা গণেশ দাস গীতাদান কর্মসূচির সূচনা করেছিলেন এবং সেই ধারাকে বজায় রেখে তার সুযোগ্য ছেলে অবিনাশ জগজ্যোতি যে উদ্যোগ নিয়েছেন সেটা নিশ্চিত রূপে একটা মহৎ কাজ। এই চিন্তাধারা আগামীদিনেও বজায় থাকবে বলে আমাদের একান্ত বিশ্বাস এবং তারজন্য যতটুকু সাহায্য সহযোগিতার প্রয়োজন আমরা অবিনাশ জগজ্যোতির পাশে থাকবো বলে জানান নারায়ণ বাবু। এদিনের অনুষ্ঠানের মূখ্য অতিথি বৈষ্ণব জয় গৌর দাস অধিকারী শ্রীমদ্ভাগবদ গীতা থেকে পাঁচটি শ্লোকের বিষয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রচার ও প্রসারে তাদের কর্মপদ্ধতি ও কর্মপন্থা নিয়ে বিশ্লেষণ করেন।

গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন অবিনাশ জগজ্যোতি। তিনি বলেন, গীতা সংঘের প্রতিষ্ঠাতা পরম বৈষ্ণব গনেশ দাসের প্রচেষ্টায় সুদীর্ঘ ৩২ বছর থেকেই গীতাদান কার্য্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই ধারাকে বজায় রাখতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান। ভগবান শ্রীকৃষ্ণের বাণী সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই গীতাসংঘের মূখ্য উদ্দেশ্য বলে জানান তিনি। 

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ডাঃ প্রবাল পাল চৌধুরী, অসীম ভট্টাচার্য, অশোক বিজয় পুরকায়স্থ, অঞ্জন চৌধুরী, কমলেশ দাশ, বীনা রায়, শঙ্কু ধর, সুকান্ত রায়, গোপাল রায়, নিতাই দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ঙ্কা দাস, গনেশ বন্ধনা নৃত্য পরিবেশন করেন ঊষা রানী দাস ও ধামাইল নৃত্য পরিবেশন করেন দীপা গ্রুপ ধামাইল দল। 

Author

Spread the News