অসম গুলিতে মৃত্যু চোরা শিকারীর May 11, 2024May 11, 2024 Ashu Choudhury kajiranga Udyanবরাক তরঙ্গ, ১১ মে : বনকর্মীর গুলিতে মৃত্যু ঘটল এক চোরা শিকারীর। কাজিরাঙা জাতীয় উদ্যানে তুমুল গোলাগুলি হয়।এ ঘটনাটি ঘটেছে আগরতলী বনাঞ্চলে। বনকর্মী এবং চোরা শিকারীরা একে অপরকে গুলি করে। বনকর্মীদের গুলিতে শিকারীরা মারা গেছে বলে জানা যায়।Author Ashu Choudhury View all posts RelatedSpread the News