গুলিতে মৃত্যু চোরা শিকারীর

বরাক তরঙ্গ, ১১ মে : বনকর্মীর গুলিতে মৃত্যু ঘটল এক চোরা শিকারীর। কাজিরাঙা জাতীয় উদ্যানে তুমুল গোলাগুলি হয়।

এ ঘটনাটি ঘটেছে আগরতলী বনাঞ্চলে। বনকর্মী এবং চোরা শিকারীরা একে অপরকে গুলি করে। বনকর্মীদের গুলিতে শিকারীরা মারা গেছে বলে জানা যায়।

Author

Spread the News