অগ্রদূত জুনিয়র কলেজে দু’টি শাখায় ১০০ শতাংশ ফলাফল, খুশি

অগ্রদূত জুনিয়র কলেজে দু'টি শাখায় ১০০ শতাংশ ফলাফল, খুশি

বরাক তরঙ্গ, ৯ মে : চারটি ডিস্টিংশন নম্বর সহ ১০০ শতাংশ ফলাফল করলো সোনাইয়ের সৈদপুর এলাকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অগ্রদূত জুনিয়র কলেজ। কলেজে থাকা দু’টি শাখার ফলাফল ১০০ শতাংশ। পড়ুয়াদের এমন ফলাফলে কলেজ কর্তৃপক্ষ যেমন তেমনি অভিভাবকরাও খুশি হয়েছেন। কলেজের এমন সাফল্যে শিক্ষা প্রেমি জনগণ সাধুবাদ জানিয়েছেন। কেননা সব দিক থেকে পিছিয়ে পড়া একটি অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের এমন ফলাফল সত্যিই প্রশংসনীয়।

বৃহস্পতিবার ঘোষিত উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে কলেজের সুনাম আরও বাড়িয়ে দেয়। জুনিয়র কলেজটিতে কলা ও বিজ্ঞান দু’টি শাখা রয়েছে। দু’টি শাখার ফলাফল হয়েছে ১০০ শতাংশ। বিজ্ঞান শাখার মোট পরীক্ষার্থী ৪৩ জন ছিলেন। এরমধ্যে ৪১ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এবং দ্বিতীয় বিভাগে ২ জন পাস করেছে। এ ছাড়া রেশমি আক্তার বড়ভূইয়া ও ফকর উদ্দিন বড়ভূইয়া ডিস্টিংশন নম্বর পেয়েছেন। কলা শাখায় মোট পরীক্ষার্থী ২৬ জনের মধ্যে ১৮ জন প্রথম বিভাগে ও দ্বিতীয় বিভাগে ৮ জন উত্তীর্ণ হয়েছেন। কলা শাখায় ডিস্টিংশন নম্বর পেয়েছেন সাবিয়া আক্তার বড়ভূইয়া ও জসমিন বেগম মজুমদার। রাষ্ট্রবিজ্ঞানে সর্বোচ্চ ৯৬ নম্বর পেয়েছেন স্বপ্নম আক্তার লস্কর।  এছাড়া বিজ্ঞান শাখায় ১৪টি এবং কলা শাখায় ১০টি স্টার মার্কস সহ দুটি শাখায় ১১২টি লেটার এসেছে।

Author

Spread the News