করিমগঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত ভাণ্ডার জানাল প্রশাসন

জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ মে : করিমগঞ্জের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে ৭ মে তারিখের অনুসারে জেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত ভাণ্ডার জানিয়ে দেওয়া হয়েছে। এতে জেলায় চালের ভাণ্ডার মজুত রয়েছে ৮৮ হাজার ৮৮৫ দশমিক ৩০ কুইন্টাল যা চলবে ৩৩ দিন পর্যন্ত। পাশাপাশি ডালের ভাণ্ডার ১৭ হাজার ২০৫ কুইন্টাল চলবে ১৩ দিন, আটা ২ হাজার ২৮০ দশমিক ৯৮ কুইন্টাল চলবে ৯ দিন, ময়দা ২ হাজার ৮৩ দশমিক ২৩ কুইন্টাল চলবে ১১ দিন।

এদিকে, ভোজ্য তেল মজুত রয়েছে ৯৯ হাজার ৮০৮ দশমিক ৭৬ লিটার চলবে ১১ দিন, লবণ ১৩ হাজার ৯৭৬ দশমিক ৮৫ কুইন্টাল চলবে ৩২ দিন, আলু রয়েছে ৪৯ হাজার ৯৯৮ দশমিক ৩৭ কুইন্টাল  চলবে ২৪ দিন, পেয়াজ ৪১ হাজার ৮৭৫ দশমিক ৯৬ কুইন্টাল চলবে ১৮ দিন। এতে মোটর স্পিরিট বা পেট্রোল মজুত রয়েছে ২ লাখ ৯৫ হাজার ৮৯৭ লিটার চলবে ৯ দিন, হাই স্পিড ডিজেল রয়েছে ৪০ লাখ ৭৯ হাজার ৮৮৯ লিটার চলবে ১১ দিন, এলপিজি সিলিন্ডার মজুত ৬ হাজার ৭৮৭ টি চলবে ৭ দিন। এছাড়া গমের ভূষি ২ হাজার ৮৭ কুইন্টাল চলবে ৬ দিন, ধানের তুষ ৮৬৫ কুইন্টাল চলবে ৩ দিন এবং চিনি মজুত ২ হাজার ৭৪৩ কুইন্টাল চলবে ৬ দিন।

Author

Spread the News