দুই শতাধিক জান্তা সেনা আত্মসমর্পণ, দাবি আরাকান আর্মির

৭ মে : মায়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের হাতে দেশটির ক্ষমতাসীন জান্তাবাহিনীর আরও একটি প্রধান ঘাঁটির পতন হয়েছে। এই ঘাঁটির দুই শতাধিক সেনাসদস্য বিদ্রোহী আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। ঘাঁটিটি বাংলাদেশ সীমান্তের বেশ কাছাকাছি অবস্থিত। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার আরাকান আর্মি এক বিবৃতিতে দাবি করেছে, বাংলাদেশ সীমান্তের কাছে বুথিডংয়ে অবস্থিত জান্তাবাহিনীর ১৫ নম্বর অপারেশনাল কমান্ড হেডকোয়ার্টারের পতন হয়েছে এবং সেখানকার দুই শতাধিক সেনাসদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছেন।

আরকান আর্মির ভাষ্য, তারা টানা ১২ দিন ধরে ১৫ নম্বর অপারেশনাল কমান্ড হেডকোয়ার্টার দখলে লড়াই করে যাচ্ছিলেন। অবশেষে, গত বৃহস্পতিবার সেই কমান্ডের পতন ঘটে এবং সেখানকার দুই শতাধিক সেনা আত্মসমর্পণ করে। আরাকান আর্মির প্রকাশ করা ভিডিও থেকে এই সেনাদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা মুসলমানকেও দেখা গেছে। খবর : দৈনিক ইনক্লাব।

Author

Spread the News