নির্বাচনী প্রচারে যাওয়া দু’টি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে
৩ মে : দুই রাজ্যে নির্বাচনী প্রচারে যাওয়া দু’টি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ল। শুক্রবার প্রথম ঘটনাটি ঘটে মহারাষ্ট্রে এবং দ্বিতীয় দুর্ঘটনাটি পশ্চিমবঙ্গের।
জানা যায়, দুর্ঘটনার কবলে শিবসেনা উদ্ধব ঠাকরে শিবিরের নেত্রী সুষমা আন্ধারের হেলিকপ্টার। তাঁকে নিতে আসার সময় অবতরণের মুহূর্তে আচমকা দুর্ঘটনার মুখে পড়ে সেটি। তবে সুষমা আন্ধার নিরাপদে আছেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে সামান্য আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট। ঠিক কী ঘটেছিল? ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে রাইগড়ে অবতরণের ঠিক আগের মুহূর্তে ভারসাম্য হারায় উড়ান। তারপরেই সেটি মুখ থুবড়ে পড়ে মাটিতে। পাইলট সেই মুহূর্তে তৎপরতার সঙ্গে লাফ দিয়ে বাইরে বেরিয়ে আসায় বড় কোনও দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। হেলিকপ্টারের এই পরিণতির পর, যাত্রাপথ পরিবর্তন করে গাড়িতে করে তাঁর সফরসূচির জায়গাগুলিতে গিয়েছেন সুষমা। সূত্রের খবর তেমনটাই।
এ দিকে, মালদায় ভোট প্রচারে যাচ্ছিলেন দেব। হঠাৎই হেলিকপ্টারে লেগে যায় আগুন। বেগতিক বুঝে দ্রুত হেলিকপ্টার নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনায় হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। গলগল করে ধোঁয়া বেরোতে থাকে ধোঁয়া। আতঙ্কিত হয়ে পড়েন কপ্টারের চালক। জরুরি অবতরণে সিদ্ধান্ত নেন পাইলট।খবর দেওয়া হয় দমকলে।
যদিও খবর পাওয়া যায়, প্রার্থী কোনওভাবেই আহত হননি। এই ঘটনায় সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়েন দেব নিজেও। কীভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানা গেছে।