চৌধুরীর সমর্থনে ৭৮ জন আইনজীবীর প্রচার করিমগঞ্জে

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোট তথা কংগ্রেস প্রার্থী হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর হয়ে জোরদার প্রচারাভিযান চালাচ্ছেন করিমগঞ্জের আইনজীবীরা। সোমবার ও মঙ্গলবার করিয়গঞ্জের এক আইনজীবীদের দল (প্রথমদিন ৬০ জন, পরেরদিন ৩০জন) বাসযোগে করিমগঞ্জের বিভিন্ন স্থানে সভা করে চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রথম দিন পাথারকান্দির বিভিন্ন অঞ্চলে প্রচার চালিয়েছেন। মঙ্গলবার দ্বিতীয় দিন দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ির বিভিন্ন এলাকায় প্রচারাভিযান চালান।

চৌধুরীর সমর্থনে ৭৮ জন আইনজীবীর প্রচার করিমগঞ্জে

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষে ৭৮ জন আইনজীবীর নামে প্রচারপত্র বিলি করেন। জায়গায় জায়গায় সংক্ষিপ্ত পথসভা করেন। প্রচারে থাকা আইনজীবীদের অধিকাংশ কংগ্রেস দলের সদস‍্যও না। আইনজীবী হিসেবে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে ইন্ডিয়া জোটের পক্ষে নেমেছেন। করিমগঞ্জ শহরেও প্রচার অভিযান চালাবেন আইনজীবীরা। উপস্থিত আইনজীবীদের মধ‍্য থেকে বক্তব্য রাখেন আতিকুল বারি চৌধুরী, দুলুরঞ্জন দাস, তুতিউর রহমান পাটিকর, জ‍্যোতিষ পুরকায়স্থ, হিফজুর রহমান চৌধুরী, শিশির দে, মমতাজ বেগম, লক্ষী দত্তগুপ্ত প্রমুখ।

Author

Spread the News