ঝেরঝেরিতে আরও এক হাজার সংখ্যালঘু ভোটার বিজেপিতে

ঝেরঝেরিতে আরও এক হাজার সংখ্যালঘু ভোটার বিজেপিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ফের ঝেরঝেরিতে বিরোধী কংগ্রেস শিবিরে ধস নামল।  বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন পাথারকান্দি আসনের ঝেরঝেরি জিপির আরও এক হাজার সংখ্যালঘু ভোটার।   মঙ্গলবার বিকেলে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া  মণ্ডল বিজেপির আওতাধীন ঝেরঝেরি জিপির কংগ্রেস দলের ভোট ব্যাঙ্ক হিসেবে পরিচিত জিপির দক্ষিণ হাতাইয়ারবন্দ, কনকপুর, মানিকবন্দ, মাহিতে গ্রামে সংখ্যালঘু জনগণ কংগ্রেসি জার্সি বদল করে গেরুয়া শি‌বি‌রে ভিড়লেন।

এ উপলক্ষে এদিন পৃথক পৃথক দু’টি যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রথম যোগদান সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ হাতাইয়ারবন্দে। এতে প্রায় চারশো ভোটার কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এই সভার আয়োজনে ছিলেন স্থানীয়দের পক্ষে বুরহান উদ্দিন, নুর আহমেদ, লুভাব উদ্দিন মনো মিয়া, সাদ উদ্দিন সহ পদ্ম শিবিরের যুবা বিগ্রেডের সদস্য মিটন চন্দ, হিমু চন্দ, সুমন পাল, টিটু চন্দ।

ঝেরঝেরিতে আরও এক হাজার সংখ্যালঘু ভোটার বিজেপিতে

দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় একই জিপির কনকপুর মানিকবন্দ মাহিতে। সভাটির যৌথ আহ্বায়ক ছিলেন স্থানীয় বিলাল আহমেদ, আব্দুল মান্নান করিম উদ্দিন আতাউর রহমান। এই যোগদান সভায় ফিশারম্যান সমাজের প্রায় সাত শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দু’টি সভায় মণ্ডল সভাপতি হৃষিকেশ বাবু, প্রাক্তন জিপি সভাপতি আব্দুল মান্নান, মিলনকুমার দাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভা গুলোতে উপস্থিত ছিলেন লোওয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সম্পাদক ধ্রুব চক্রবর্তী, বালিপিপলা জিপি প্রভারী বিশ্বজিত চক্রবর্তী, ঝেরঝেরি জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি আজমত আলি, লোয়াইরপোয়া মণ্ডল যুবমোর্চার সদস্য বিরাজ পাল, লঙ্গাই সমবায় সমিতির চেয়ারম্যান হাজি ফাতাব উদ্দিন প্রমুখ।

Author

Spread the News