রংপুর শান্তিপাড়ায় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব শুরু

বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচর রংপুর শান্তিপাড়ায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৯তম জন্মতিথি উৎসব শুরু হল। রংপুর রামকৃষ্ণ পাঠচক্র শনিবার বিকেল চারটায় অধিবাসের জল ভরা দিয়ে শুরু হয় উৎসব। সন্ধ্যা ছয়টায় আরতি ও অধিবাস অনুষ্ঠিত হয়। রবিবার মূল অনুষ্ঠান শুরু হবে ভোর ৪-৩০ মিনিটে মঙ্গল আরতির মাধ্যমে। এরপর

সকাল ৭-৩০ মিনিটে শ্রীশ্রী ঠাকুরের পূজার্চনা শুরু হবে। দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় উপস্থিত ভক্তবৃন্দের সম্বলিত জপধ্যান, ৮-৩০ মিনিটে চণ্ডীপাঠ এবং সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত শ্রীশ্রী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি। ১০-৩০ মিনিটে শ্রীশ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির জীবন, বেদ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় আলোচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের মহারাজবৃন্দ।

রংপুর শান্তিপাড়ায় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উৎসব শুরু

ঐ দিন বেলা ১২ টায় ভোগ আরত্রিক ও ১ টা থেকে ৪ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। কর্মসূচির মধ্যে ২ টা থেকে ৩ টা পর্যন্ত শিশুদের নৃত্য পরিবেশন রয়েছে। সন্ধ্যা ৬-৩০ মিনিটে সন্ধ্যা আরতি ও রাত ৭ টায় শ্রীশ্রী রামকৃষ্ণ শরণম সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় কামনা করেন শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্রের সদস্য/সদস্যাবৃন্দরা।

Author

Spread the News