মাড়োয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের উদ্যোগে হোলি মিলন সমারোহ শিলচরে 

মাড়োয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের উদ্যোগে হোলি মিলন সমারোহ শিলচরে 

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : শিলচরের মাড়োয়ারি সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের যৌথ উদ্যোগে সোমবার সন্ধ্যারাতে শিলচরের রাজীব ভবনে ২১ তম হোলি মিলন সমারোহ অনুষ্ঠিত হয়েছে। এদিন মাড়োয়ারি সম্মেলনের সভাপতি মূলচান্দ বৈদের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া ছিলেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, মৃদুল মজুমদার, তাপস দাস, মহাবীর জৈন, ধনরাজ সুরানা, জয় বরদিয়া, কমল সারদা প্রমুখ। মারোয়ারী সম্মেলন ও হোলি উৎসব মঞ্চের আয়োজিত ২১তম হলি মিলন সমারোহে বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর মধ্যে উপস্থিতি শিলচরের বুকে ব্যাপক সাড়া ফেলে দেয়।

এদিন মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনে সম্ভাবনা ও সুখ-সমৃদ্ধি বজায় থাকার কামনা করেন । শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয়, দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনের নানা রং। দোল উৎসবে যেমন মিশে আছে উদ্‌যাপনের বৈচিত্র। তিনি বলেন,এর আগেও মাড়োয়ারিদের হোলি মিলন সমারোহে উপস্থিত ছিলেন তিনি। এবারও  মিলন সমারোহে তাঁকে অংশ গ্রহণের সুযোগ দেওয়ায় আয়োজক গোষ্ঠীকে ধন্যবাদ জানান তিনি।  তিনি বলেন, ৫০০ বছর পর অয্যোধায় রামমন্দির প্রতিষ্ঠা লাভ করেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সম্ভব হয়েছে। হোলি উৎসবের সঙ্গে ভগবান শ্রীরামের সম্পর্ক রয়েছে।

আয়োজক কমিটির সভাপতি মুলচান্দ বৈদ বলেন, মাড়োয়ারি সম্প্রদায় সহ জেলার জনগণকে ভ্রাতৃত্বের বার্তা দিয়ে হোলি সমারোহ আয়োজন করা হয়। হোলি এমন একটি উৎসব যা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা দেয়। বিশাল এই সমারোহে রাজস্থানের যোধপুর ও জয়পুর সহ কলকাতার বিভিন্ন শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলেন।  তিনি বলেন, শুধু তাই নয় হলি মিলন সমারোহে আয়োজিত রাম ভজনে রামময় হলো ফরেনার্সরাও। সুদুর বেলজিয়াম থেকে শিলচর উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করে আপ্লুত হন তাঁরা।

Author

Spread the News