ভ্যাকুয়াম বোমায় ইউক্রেনের তিনশরও বেশি সেনা নিহত
১৮ মার্চ : রাশিয়ার শক্তিশালী ভ্যাকুয়াম বোমায় ইউক্রেনের তিনশরও বেশি সেনা নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন। তবে ইউক্রেন এই দাবি উড়িয়ে দিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রুশ সেনাবাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে এক বৈঠকে বলেছেন, নির্ভুল হামলায় তিনশরও বেশি সেনা নিহত হয়েছেন।
রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, হামলায় ‘ভোলোমেট্রিক ডেটোনেশন বোমা’ ব্যবহার করার কথা জানিয়েছেন জেনারেল আলেক্সি কিম। যা ‘ভ্যাকুয়াম বোমা’ নামে পরিচিত।
এ বোমা আশপাশে থাকা অক্সিজেন শুষে নিয়ে ভয়াবহ প্রাণঘাতী বিস্ফোরিত হয়ে থাকে। এই বোমা এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে ও মানুষের অঙ্গপ্রত্যঙ্গ উড়ে যায়। দেয়াল বা সুড়ঙ্গও এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না। রুশ কর্মকর্তার এই দাবি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেছেন, মস্কোর এই দাবি ‘চূড়ান্ত ফালতু ও অপপ্রচার’।