ধোয়ারবন্দে এসইউসিআইর কর্মিসভা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার ধোয়ারবন্দে এসইউসিআই (কমিউনিস্ট) দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। দলের পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব সভায় কর্মীদের আগামী লোকসভা নির্বাচনে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সবিস্তারে আলোচনা করেন।

তিনি বলেন, গোটা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করার পরিকল্পনা করছে বিজেপি দল। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছে তারা। তিনি বলেন, সম্প্রতি ইলেকট্রোরেল বন্ডের তথ্য প্রকাশিত হওয়াতে এটা জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচন আসলে পু্ঁজিপতিদের টাকায় ভোট সর্বস্ব রাজনৈতিক দলগুলো লড়াই করে। ফলে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেই তারা পুঁজিপতিদের স্বার্থে সমস্ত নিয়ম কানুন তৈরি করে। ফলে দেশের সাধারণ শ্রমিক, কৃষক, ছাত্র, যুবকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি তারা পালনে ব্যর্থ হয়। তাই আজ দেশে তীব্র বেকার সমস্যা সৃষ্টি হয়েছে, কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না অন্যদিকে মজুতদার, কালোবাজারিরা জিনিস পত্রের দাম ইচ্ছে মতো বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।

ধোয়ারবন্দে এসইউসিআইর কর্মিসভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, দেশের লক্ষ লক্ষ কল কারখানা বন্ধ। বন্ধ কল কারখানার শ্রমিকরা অনাহারে, অর্ধাহারে, বিনা চিকিৎসায় মরতে বাধ্য হচ্ছে। অথচ সরকার তিন ট্রিলিয়ন অর্থনীতি গল্প শোনাচ্ছে। সরকার বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ধার নিচ্ছে এবং ভোট বৈতরণী পার হতে চমকপ্রদ কিছু প্রকল্প ঘোষণা করে সেগুলো খরচ করছে। ফলে আগামীতে জনগণের আর্থিক অবস্থা যে আরও বেহাল হবে তা বলার অপেক্ষা রাখে না।

তিনি বলেন, এই অবস্থায় প্রয়োজন ছিল তীব্র গণ আন্দোলন গড়ে তুলে এদের ক্ষমতাচ্যুত করা। কিন্তু পুঁজিপতি শ্রেণীর অত্যন্ত বিশ্বস্ত দল কংগ্রেস যে তা করবে না তা বুঝতে কারো অসুবিধা নেই। অথচ তথাকথিত বামপন্থী দল সিপিআই, সিপিআই (এম) গণ আন্দোলনের পথ পরিহার করে কংগ্রেসের সাথে জোট করতে ব্যস্ত রয়েছে। তিনি কর্মীদের জনসাধারণের মধ্যে এসব বিষয় তুলে ধরে ব্যাপক প্রচার চালানোর আহ্বান জানান। কর্মিসভায় এছাড়াও বক্তব্য রাখেন দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কু্র্মী, জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এবং দলের মনোনীত প্রার্থী প্রভাস চন্দ্র সরকার প্রমুখ।

Author

Spread the News