শিবচতুর্দশীতে ঐতিহ্যবাহী শ্রী শ্রী অম্বিকেশ্বর শিবমন্দিরে ভক্তের ঢল
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : শিবচতুর্দশী উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে শুক্রবার রাতভর পূজার্চনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের পরিচালনায় সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ে। পূণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে শিবের মাথায় দুধ-গঙ্গাজল ঢেলে পুজো দেন। ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবিদ্যও সাজিয়ে দেওয়া হচ্ছে ভোলেবাবার উদ্দেশ্যে৷ এবার দুদিনব্যাপী মহা শিবচতুর্দশী পালন করা হয়।
বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, শুক্রবার মহা শিবচতুর্দশী রাত ৯ টা ৫৮ মিনিট থেকে বিবিধি নিয়ম পালন করা হয়। আর সকাল থেকেই হাজার হাজার ভক্তরা পুজো দিতে আসেন। আজ বিকেল ৬ টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী।
এদিন ভক্তরা জল-ফুল, বেলপাতা দিয়ে পুজো দেন। সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভগবান শিবকে আরাধনা তথা পূজার জন্য মা-বোনেরা পুজোর থালি নিয়ে লাইন ধরেন। তারপর একজন একজন করে ভগবান শিবকে বেলপাতা, ফুল, দুধ -চন্দন ফলমূল দিয়ে পুজো দেন।